Last Updated: May 5, 2013 14:10

চিটফান্ড ইস্যুতে মুখোমুখি শাসক ও বিরোধী দল। চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জের জেরে রীতমতো সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর হুমকি, বাড়াবাড়ি করলে চিটফান্ড কর্তাদের সঙ্গে বামেদের যোযাযোগ ফাঁস করে দেবেন তিনি। পারলে তাঁদের গ্রেফতার করুন মুখ্যমন্ত্রী, পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গৌতম দেব।
মুখ্যমন্ত্রী রীতিমত হুমকির সুরে বিরোধীদের উদ্দ্যেশে বলেছেন `বেশি চিত্কার করলে পোস্টার করে দেব।`
অন্যদিকে সিপিআইএম নেতা গৌতম দেব চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন `পারলে আমাকে ধরুণ, বুদ্ধকে ধরুণ।`
পানিহাটির পৌনে দুঘন্টার বক্তব্যে মুখ্যমন্ত্রী কার্যত স্বীকার করে নিলেন নির্বাচনী প্রচারে তাঁর দল চিটফান্ডের টাকা নিয়েছে। গৌতম দেবের পাল্টা তোপ তৃণমূলকে সার্চ করলেই চিটফান্ডের বেশিরভাগ টাকা উদ্ধার হয়ে যাবে।
সিবিআই তদন্তের প্রশ্নেও একে অপরের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ও গৌতম দেব। গৌতম দেব দাবি করেছেন সিবিআই তদন্ত করলেই প্রকাশ্যে আসবে তৃণমূলের সঙ্গে সারদার যোগসাজোশ।
অন্যদিকে, এর জবাবে মমতা ব্যানার্জী জানিয়েছেন সিবিআই তদন্ত করে তাঁকে ধমকানো চমকানো যাবে না
First Published: Sunday, May 5, 2013, 14:10