Last Updated: June 28, 2014 11:54

হাওড়া কাণ্ডে অধরা অভিযুক্ত দীপক সাউয়ের দাবি তাকে ফাঁসানো হয়েছে। কোনও তোলাবাজির সঙ্গেও যুক্ত নয় সে। চব্বিশ ঘণ্টাকে ফোনে এমনটাই দাবি করলেন হাওড়া কাণ্ডে প্রধান অভিযুক্ত তৃণমূল কর্মী দীপক। পুলিসের খাতায় এখনও বেপাত্তা দীপক সাউ ও শেখ রিয়াজ। গোটা ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে মৃতের পরিবার।
হাওড়া হোটেল মালিক কাণ্ডে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। রবিবার রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় হোটেল মালিক সুমিত নাহার। এখনও বেপাত্তা ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী দীপক সাউ ও শেখ রিয়াজ। পুলিস দুই অভিযুক্তের সন্ধান না পেলেও চব্বিশ ঘণ্টার কাছে ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূলের প্রাক্তন সভাপতি দীপক সাউয়ের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। অভিযুক্ত দীপকের সাউয়ের দুই আইনজীবী জানিয়েছেন ঘটনার পরেই তাদের কাছে আসে দীপক সাউ। তাদের মক্কেলকে ফাঁসানো হয়েছে বলে দাবি আইনজীবীদের। দুজনের জামিনের জন্যেই আদালতে আবেদন বলে জানিয়েছেন।
মৃতের পরিবার পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও হাওড়া সিটি পুলিসের দাবি অপরাধীদের সন্ধানে তল্লাসি চলছে। রাজ্যের বাইরেও অভিযুক্তদের সন্ধানে যাচ্ছে হাওড়া সিটি পুলিসের একটি বিশেষ দল। বাগুইআটি থানার আর্জি মেনে বারাসত আদালত অনিচ্ছাকৃত খুনের মামলা রুজুর নির্দেশ দিয়েছে। চব্বিশ ঘণ্টার হাতে এসেছে এফআইয়ারের কপি। এফআইয়ারে ৩০৪ ধারা অর্থাত অনিচ্ছাকৃত খুনের অভিযোগ নেই। বিধাননগর কমিশারেট জানিয়েছে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ এফআইয়ারে যোগ করার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।
First Published: Saturday, June 28, 2014, 11:54