Last Updated: February 12, 2014 23:30
নদিয়ার শান্তিপুরে এক তৃণমূল সমর্থককে পিটিয়ে খুন করা হল। মৃতের নাম কৃষ্ণ বিশ্বাস। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে ট্রাকের পণ্যচুরি চক্রের সঙ্গে কৃষ্ণ বিশ্বাস জড়িত ছিলেন বলে অভিযোগ। পণ্যের বাটোয়ারা নিয়েই দুই গোষ্ঠীর বিবাদের বলি হয়েছেন কৃষ্ণ। অভিযোগ, অভিযুক্তরাও তৃণমূলের কর্মী সমর্থক।
নদিয়ার শান্তিপুর থানা এলাকার উদয়পুরের বাসিন্দা কৃষ্ণ বিশ্বাস। স্থানীয় তৃণমূল নেতা তপন সরকারের অনুগামী বলে পরিচিত ছিলেন তিনি। বিবাদ শুরু হয় পণ্যের বাটোয়ারা নিয়ে। দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম হন কৃষ্ণ বিশ্বাস। হবিবপুর হাসপাতালে চিকিতসার পর ফের তাঁকে বাঁশ, ইট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ধান ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হয় কৃষ্ণ বিশ্বাসের দেহ। রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিতসকেরা। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
ঘটনায় দুজনকে আটক করেছে পুলিস।
First Published: Wednesday, February 12, 2014, 23:30