Last Updated: May 21, 2012 16:12

তৃণমূলের দলীয় পত্রিকার প্রকাশিত হল মহাকরণ থেকে। শাসক দলের ইংরেজি মাসিক পত্রিকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিডস-এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় মহাকরণে। পত্রিকার সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়ান। পত্রিকায় থাকবে বিভিন্ন রাজ্য ও দেশের দলীয় খবরাখবর।
মহাকরণে সোমবার পত্রিকাটির প্রথম সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন মুকুল রায়, অমিত মিত্র, ডেরেক ও ব্রায়ান। দলীয় পত্রিকার প্রকাশ দলীয় কার্য়ালয়ের পরিবর্তে কেন প্রশাসনিক ভবন থেকে হল, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এর আগে গনিখান চৌধুরির ভাগ্নি শেহনাজ কাদরি ওরফে আর্মির তৃণমূলে যোগদানের কথা মহাকরণে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তখনও প্রশাসনিক সদরদফতরে এভাবে রাজনৈতিক দলের অনুষ্ঠান করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
First Published: Monday, May 21, 2012, 16:12