ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত নবগ্রাম হীরালাল পাল কলেজ

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত নবগ্রাম হীরালাল পাল কলেজ

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত নবগ্রাম হীরালাল পাল কলেজছাত্র সংসদ নির্বাচন ঘিরে আজ উত্তাল হয়ে উঠল কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজ। এসএফআইয়ের অভিযোগ আজ মনোনয়ন পত্র তুলতে গেলে বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর চড়াও হন তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরা। ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দুপুরে কোন্নগর স্টেশনে রেল অবরোধ করেন এসএফআই কর্মীরা। পাশাপাশি মনোনয়ন বাতিলের দাবিতে কানাইপুর ফাঁড়িতে স্মারকলিপিও জমা দিয়েছে জেলা এসএফাই নেতৃত্ব।  

এসএফআইয়ের তরফে অভিযোগ জানানো হয়েছে, মঙ্গলবার মনোনয়ন পত্র তুলতে গেলে তাঁদের ওপর চড়াও হন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। এসএফআই-এর কর্মী-সমর্থকদের মারধর করে কলেজ থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে টিএমসিপির বিরুদ্ধে। ঘটনায় শুভময় দাস ও পিয়ালী মণ্ডল নামে দুই এসএফআই সমর্থক গুরুতর জখম হয়েছেন। ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দুপুর দু`টো নাগাদ ঘন্টাখানেকের জন্য কোন্নগর স্টেশনে রেল অবরোধ করেন এসএফআই কর্মীরা। তবে হামলার অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে কলেজ সংসদের দায়িত্বে থাকা তৃণমূল ছাত্র পরিষদ। 
 
বৃহস্পতিবারই কলেজে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন। সেক্ষেত্রে বুধবারের মনোনয়পত্র জমা না পড়ায় একতরফাভাবেই ছাত্র সংসদ দখল করতে চলেছে তৃণমূল ছাত্রপরিষদ। তাই জেলা এসএফআইয়ের তরফে ইতিমধ্যেই মনোনয়ন বাতিলের  দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে  উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর ফাঁড়িতে।






First Published: Thursday, December 13, 2012, 15:00


comments powered by Disqus