অ্যান্ড্রুজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তাণ্ডব

অ্যান্ড্রুজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তাণ্ডব

অ্যান্ড্রুজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তাণ্ডব আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও কলেজের মধ্যে ঢুকে ভাঙা হল ইউনিয়নের রুমের তালা। এরপর তছনছ করা হয় ঘরের আসবাবপত্র ও ছবি। ভাঙচুর করা হয় শহিদ বেদিও। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এ ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।

আদালতের স্থগিতাদেশে নির্দেশ ছিল, কলেজে কোনও কর্মসূচিই নিতে পারবে না কোনও ছাত্র সংগঠন। তা সত্ত্বেও এই ঘটনায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। টিএমসিপির পক্ষ থেকে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শাস্তিও দাবি করা হয়েছে টিএমসিপির পক্ষ থেকে।

First Published: Monday, December 3, 2012, 18:53


comments powered by Disqus