দশঘণ্টা পর তৃণমূল ছাত্র পরিষদের ঘেরাও মুক্ত মালদা কলেজের অধ্যক্ষ

দশঘণ্টা পর তৃণমূল ছাত্র পরিষদের ঘেরাও মুক্ত মালদা কলেজের অধ্যক্ষ

Tag:  tmcp durgapur sail malda
দশঘণ্টা পর তৃণমূল ছাত্র পরিষদের ঘেরাও মুক্ত মালদা কলেজের অধ্যক্ষ টানা দশঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন  মালদহ কলেজের অধ্যক্ষ প্রভাস চৌধুরীসহ অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। আজ বেলা বারোটা নাগাদ, কলেজে ছাত্র ভর্তি করার একশটি ফর্ম দেওয়ার দাবি জানায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ আপত্তি জানায়। অভিযোগ এরপরই কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়ে অধ্যক্ষ, শিক্ষকশিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের ঘেরাও করে রাখে টিএমসিপির সদস্যরা।

শেষ পর্যন্ত টিএমসিপির চাপের মুখে ইউনিয়নকে একশো ছটি ফর্ম দিতে রাজি হয় কলেজ কর্তৃপক্ষ। এরপরেই ঘেরাও তুলে নেওয়া হয়। টিএমসিপির ঘেরাওকে সমর্থন করেছেন রাজ্যের  মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

অধ্যক্ষ প্রভাস চৌধুরীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনে মন্ত্রীর অভিযোগ, অধ্যক্ষ নিজেই কলেজ কর্মীদের আগে ফর্ম দেন। ফলে টিএমসিপির সদস্যরা অধ্যক্ষকে ঘেরাও করে ঠিক কাজই করেছেন। গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ প্রভাস চৌধুরী।

First Published: Thursday, July 4, 2013, 22:09


comments powered by Disqus