Last Updated: March 16, 2014 07:52

আজ দোল। বাতাসে লেগেছে রঙের ছোঁয়া। রঙের উত্সবে মেতেছে গোটা রাজ্য। দোল উতসবে বসন্তের রঙে সেজেছে গোটা রাজ্য।
ঐতিহ্য আর উন্মাদনার মেলবন্ধনে বসন্ত উত্সব পালিত হচ্ছে শান্তিনিকেতনে। মেলার মাঠ নয়, এবার সকাল ও সন্ধের অনুষ্ঠান হচ্ছে গৌড় প্রাঙ্গনেই। সকাল সাতটায় বৈতালিকের মাধ্যমে শুরু হয়েছে মূল অনুষ্ঠান। তা চলবে সকাল দশটা পর্যন্ত। সন্ধেয় অনুষ্ঠান শুরু হবে সাতটা নাগাদ। রাতে সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। গোটা উত্সব প্রাঙ্গণ ঘিরে এবার নজরদারির জন্য থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। অন্যবারের মত এবারও পলাশ ফুল এবং প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা বজায় থাকছে
বসন্ত উত্সবে মাতল নদিয়ার মায়াপুরের ইস্কন। গত একমাস ব্যাপী এখানে পালিত হচ্ছে শ্রী চৈতন্যের আবির্ভাব উত্সব। সেই সঙ্গে যুক্ত হয়েছে বসন্ত উত্সবের আমেজও। তবে কোনও বাহ্যিক রঙ নয়, কৃষ্ণপ্রেমের মাধ্যমেই বসন্ত উত্সব পালনে সামিল হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা। এই উপলক্ষে বিদেশ থেকেও ভক্ত সমাগম হয়েছে মন্দিরে।
First Published: Sunday, March 16, 2014, 08:52