Last Updated: October 18, 2012 19:10

ঘড়ি বলছে অকালবোধনের এখনও প্রায় ৪৮ ঘণ্টা বাকি। কিন্তু বাঙালির ওসব থোড়াই কেয়ার। ঘড়ির হিসাবনিকাশ সরিয়ে রেখে শুরু হয়ে গেল বাঙালির দুর্গাপুজো। শহর কলকাতায় বড় বড় (বড় মানে বাজেটের কথাই বলা হচ্ছে, অন্য কিছু নয়) পুজো মণ্ডপে আজই উদ্বোধন হয়ে গেল।
পুজো দেখতে আজ থেকেই মণ্ডপের বাইরে মানুষের ভিড় চোখে পড়ছে। পুজোর ভিড়কে যারা ভয় পান তারাই একটু আগেভাগে দুগ্গা দর্শনে বেড়িয়ে পড়েছেন। ঢাকের বোলে, আলোর রোশনাইয়ে বাংলা তখন মায়াপুরী। তবে মহালয়াকেই পুজোর `কার্টেন রেইজর` ধরে নিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে। খামতি নেই উত্সাহেও।
পুজো উদ্বোধনে দেখা গেল মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে। তবে আসল চমক দেখালেন বলিউডের 'ডার্টি কাহানি'র নায়িকা বিদ্যা বালান আর ইডেনের বাইশ-গজের-বাদশা ভিভিএস লক্ষ্মণ। দুর্গাপুজো উদ্বোধনে এসে শহরের হৃদয় জিতলেন দুজনেই।
প্রথম দর্শনে বিদ্যা বালানকে অনেকেই বাঙালি বলে ভুল করেন। 'কাহানি'র নায়িকা কিন্তু এদিন বাঙালির প্রাণের পুজোয় এসে বাঙালিই বনে গেলেন। বিদ্যা শ্রীভূমির পুজো উদ্বোধনে এসে শহরের আবেগ দেখে অবাক হয়ে গেলেন। তাঁকে একঝলক দেখতে তখন সবাই মরিয়া।
আগেই ঠিক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শহরের অনেক পুজো উদ্বোধন করবেন। এদিন মুখ্যমন্ত্রী মুদিয়ালি, বালীগঞ্জ সমাজসেবী, শিবমন্দির সহ একগুচ্ছ পুজোর উদ্বোধন করলেন।
কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সল্টলেক এ ই পার্ট ওয়ান পুজোর উদ্বোধন করলেন। রাজ্যপালকেও কলেজ স্কোয়ার, শ্রীভূমি সহ বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করতে দেখা গেল।
অন্যদিকে, চতুর্থীর দিন দুটি পুজো উদ্ধোধন করতে শহরে এসেছেন ভিভিএস লক্ষ্মণ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও কলকাতাকে আজও ভুলতে পারেননি হায়দরাবাদি এই ব্যাটসম্যান। এদিন ভিভিএস লক্ষ্মণ সল্টলেক ও লেকটাউনের দুটি পুজোর উদ্বোধন করেন।
First Published: Thursday, October 18, 2012, 21:46