Last Updated: August 8, 2013 11:57

আজ বাইশে শ্রাবণ। বাঙালির ক্যালেন্ডারে চিরকালই ছলছলে দিন। রাজ্যজুড়ে চলছে রবীন্দ্র স্মরণ। বৃষ্টির মধ্যেই নিমতলা শ্মশানে সকালে ভিড় করেন কবির অনুরাগীরা। কলকাতা পুরসভার তরফেও নিমতলায় বিশেষ অনুষ্ঠানের আযোজন করা হয়। এছাড়া কবিতায় গানে কবিগুরুকে শ্রদ্ধা জানান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আরও অনেকে।
তাঁরই গানে, কবিতায় বিশ্বকবিকে স্মরণ করল বিশ্বভারতী। সকালে কাচমন্দিরে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। ব্রহ্মসঙ্গীত, উপাসনা ও গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় সুরের গুরুকে। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকেই কাচমন্দিরে এসেছিলেন বহু ছাত্রছাত্রী। এসেছিলেন অনেক স্থানীয় মানুষও। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের বক্তব্য, বাইশে শ্রাবণের সঙ্গে চোখের জল জড়িয়ে থাকলেও, প্রতি বছরই এই দিনটি প্রাণে নতুন করে জীবনীশক্তি এনে দেয়।
First Published: Thursday, August 8, 2013, 12:04