Last Updated: October 1, 2011 21:26

আলোয় আলোয় সেজে ওঠা গলি থেকে রাজপথ। চির পরিচিত ঢাকের বাদ্যি। আর জনজোয়ার প্রমাণ দিচ্ছে শারদোত্সবের সূচনা হয়েই গেছে।
আজ যদিও মহাপঞ্চমী। কিন্তু পঞ্চমীতেই যেভাবে মানুষের ঢল নেমেছে, তাতে দুর্গাপুজোর পাঁচদিনের ছবিটা কেমন হতে চলেছে, তা একরকম স্পষ্ট।
হাতে কেবল আজকের রাতটুকুই। রাত পোহালেই শারদীয়ার আনুষ্ঠানিক সূচনা হয়ে যাবে। আজকের দিনটিকে তাই পুরোপুরি কাজে লাগাতে কোমর বেঁধে
নেমেছে বাঙালি।
একদিকে যেমন শেষমুহূর্তের কেনাকাটা, তেমনই পার্লারে পার্লারে লম্বা লাইন। সেইসঙ্গেই লাইন পড়েছে বড় বড় মণ্ডপগুলিতেও। দুর্গাপুজোর ভিড় থেকে
বাঁচতে আগেভাগেই আজ মণ্ডপমুখী জনতা। তবে সেই ফাঁকায় ফাঁকায় দেবী দর্শনের আশা পূরণ হয়নি কারও। আজ থেকেই লাইন দীর্ঘ হয়েছে রেস্তোরাঁর
বাইরেও। আর সারাবছরের সব মলিনতা কাটিয়ে আজ যেন নতুন কনের সাজে গলি থেকে রাজপথ।
First Published: Saturday, October 1, 2011, 21:26