Last Updated: August 13, 2013 08:52

আরও চাপে পড়ে গেল গোর্খা জনমুক্তি মোর্চা। পুলিসের জালে ধরা পড়লেন শীর্ষ মোর্চা নেতা অশোক লামা। গ্রেফতার হওয়া কালচিনির অশোক লামা মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য।
এই প্রথম কেন্দ্রীয় কমিটির কোনও সদস্য ধৃত হলেন। এখনও পর্যন্ত পাহাড়ের অশান্তি ছড়ানোর অভিযোগ গ্রেফতার হয়েছেন ১৯৮ জন।
এদিকে, আজ থেকে পাহাড়ে শুরু হল জনতা কারফিউ। সকাল থেকেই পাহাড়ের পরিস্থিতি বেশ থমথমে। বন্ধ দোকানপাট। রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। এরই মধ্যে আজ পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে দার্জিলিং যাচ্ছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, গতকাল রাত থেকে মোর্চা নেতা মনোজ তামাং-সহ প্রায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিস।
মোর্চা আগেই ঘোষণা করেছিল, পাহাড়বাসীর রসদে ঘাটতির কথা ভেবে আগামী ১৫ অগাস্ট, বৃহস্পতিবার থেকে ১৮ অগাস্ট পর্যন্ত বন্ধ তুলে নেওয়া হল। তবে আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার পাহাড়বাসীকে ঘর থেকে বার না-হওয়ার অনুরোধ জানিয়ে জনতা-কারফিউ সিদ্ধান্ত বহাল রেখেছে তারা।
রাজ্যের লাগাতার চাপের মুখে এখন অনেকটাই কোণঠাসা মোর্চা। দিল্লিতেও সুবিধা করতে পারেনি মোর্চা নেতারা। গতকালই দার্জিলিং ফিরেছেন রোশন গিরির নেতৃত্বে মোর্চার প্রতিনিধি দল। একপ্রস্থ নিজেদের মধ্যে আলোচনাও সেরে নিয়েছে। সমাধান সূত্রের খোঁজে মরিয়া মোর্চা আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছে। মঙ্গলবার থেকে জনতার কারফিউ চালু হবে বলে জানিয়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং।
First Published: Tuesday, August 13, 2013, 18:52