Last Updated: October 9, 2013 12:23

আজ মহাপঞ্চমী। পাঁজি যাই বলুক বাঙালির প্রাণের পুজো শুরু হয়ে গেল। পাঁজি বলছে,আর ২৪ ঘণ্টা বাদেই ষষ্ঠীতে দেবীর বোধন। এই যুক্তিতে আজ প্রাকপুজো। তবে বাঙালি আর এসব হিসাব মানে না। বাঙালির নিজের পাঁজিতে পুজো আজই শুরু।
আকাশের মুখভার এখনও রয়েছে,বাজার করে পকেট অনেকটা খালিও হয়েছে, মেট্রোর ভাড়াও বেড়েছে, বোনাসটা ঠিকঠাক মেলেনি, তবু সব ভুলে আজ সন্ধ্যায় লম্বা লাইন, জমিয়ে আড্ডা আর পুজোর গন্ধ মাখার দিন। হ্যাঁ, পঞ্চমী থেকেই। বাঙালি এখন নিজের প্রাণের উত্সবকে নিজের মত করে বাড়িয়ে নিয়েছে।
কলকাতা পুলিসের আশঙ্কা আজ থেকেই রাস্তায় জনপ্লাবন শুরু হবে। অফিস ফেরত অনেকেই দাঁড়িয়ে পড়বেন ঠাকুর দেখার লাইনে। অতীতের হিসাব বলে কলকাতার রাস্তায় সবচেয়ে বেশি যানজট হয় পঞ্চমীতেই।
কলকাতার অধিকাংশ মহাপুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। আজ থেকেই ব্যারিক্যাডে পুলিসের সঙ্গে স্বেচ্ছাসেবকরাও হাজির হচ্ছেন।
তবে লাখ টাকার প্রশ্ন এখন পুজোয় বৃষ্টি হবে কি? আজ সকালে ঝিরঝিরে বৃষ্টি হওয়ায় আশঙ্কা বাড়ে। তবে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ সোমবার বলেন, “সপ্তমী থেকে আকাশ পরিষ্কার হবে। তবে নবমী থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে।”
First Published: Wednesday, October 9, 2013, 14:02