দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু করে চলছে বিশ্বকর্মার আরাধনা

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু করে চলছে বিশ্বকর্মার আরাধনা

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু করে চলছে বিশ্বকর্মার আরাধনাআজ বিশ্বকর্মা পুজো। অস্ত্র ও নির্মাণের দেবতা বিশ্বকর্মা। কলকারখানা থেকে কারিগরি প্রতিষ্ঠানে আজ বিশ্বকর্মা পুজোর আনন্দ। একই সঙ্গে পাড়ার মোড়ে মোড়েও এখন বিশ্বকর্মার আরাধনা। আকাশে ঘুড়ির লড়াই। খাওয়া-দাওয়া।

সবমিলিয়ে নিখাদ অবসর যাপন। যদিও ফল সব্জির বাজার খুব একটি স্বস্তি দিচ্ছে না। তবুও বিশ্বকর্মা পুজোর আনন্দে সামিল বঙ্গবাসী। বিশ্বকর্মা পুজোর উপরি পাওনা হল, বিশ্বকর্মা পুজো এলেই মনে হয় দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আজ থেকেই তো শুরু হয় দুর্গাপুজোর কাউন্টডাউন।

First Published: Monday, September 17, 2012, 08:48


comments powered by Disqus