Last Updated: January 26, 2013 20:56

প্রয়াগ ইউনাইটেড ম্যাচে হঠাত্ই অনিশ্চিত হয়ে পড়লেন টোলগে ওজবে। এদিন সকাল থেকেই হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন অসি স্ট্রাইকার।গোটা দল যখন অনুশীলন করছে,তখন ফিজিও জোনাথন কর্নারের কাছে রিহ্যাবে ব্যস্ত ছিলেন টোলগে।বল পায়ে অনুশীলনেই নামেননি তিনি। কোচ করিম অবশ্য বলছেন চোট গুরুতর নয়।তবে রবিবার সকালে ফিটনেস টেস্ট নিয়েই মাঠে নামানো হবে টোলগেকে।
এদিকে দলে নতুন দুই ফুটবলার সুশান্ত ম্যাথু ও কুইন্টন জ্যাকবসকে প্রয়াগ ইউনাইটেড ম্যাচে শুরু থেকে খেলানো হবে কিনা,তা নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি। রবিবার সকালে নতুন দুই ফুটবলারকে প্রথম একাদশে রাখা হবে কিনা,তা নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ।
মোহনবাগানের বিরুদ্ধে বড়ম্যাচে কার্লোসের অনুপস্থিতিতে র্যান্টি মার্টিনসই তুরুপের তাস হতে চলেছে প্রয়াগ কোচের। দল বদলালেও গোল করার অভ্যাস বদলাননি নাইজেরীয় গোলমেশিনও। এবারের আই লিগেও সর্বোচ্চ গোলদাতা তিনিই। তবে নিজে গোল করার থেকেও দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন র্যান্টি মার্টিনস।
নির্বাসিত থাকার জন্য মোহনবাগানের হয়ে খেলতে পারবেন না ওডাফা। তাই ওডাফা বনাম র্যান্টি ডুয়েল মিস করতে হচ্ছে সমর্থকদের। তবে র্যান্টি মনে করিয়ে দিচ্ছেন যে ওডাফা ছাড়াও মোহনবাগান কিন্তু কম ভয়ঙ্কর নয়।
First Published: Saturday, January 26, 2013, 20:56