Last Updated: March 30, 2012 22:42

১০ এপ্রিলই লাল-হলুদের চুক্তিপত্রে সই করতে চলেছেন টোলগে ওজবে। এমনটাই দাবি করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। সেদিন ইরাকের ক্লাবের সঙ্গে এএফসি কাপের ম্যাচ রয়েছে লাল-হলুদের। সেই ম্যাচ খেলতে ইরাক যাচ্ছেন না অসি গোলমেশিন।
ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, দফায় দফায় বৈঠকের পর তাঁরা টোলগেকে রাজি করাতে সক্ষম হয়েছেন। গত বছরের টাকার দ্বিগুণের বেশি টাকা ইস্টবেঙ্গলের থেকে পেতে চলেছেন অসি গোলমেশিন। যদিও টোলগে নিজে এব্যাপারে মুখ খুলতে নারাজ। তবে এপ্রিল মাসেই যে তিনি নতুন চুক্তি করবেন, তা স্পষ্ট করছেন অসি গোলমেশিন।
First Published: Friday, March 30, 2012, 22:45