টোলগেকে নিয়ে টানাটানি অব্যাহত

টোলগেকে নিয়ে টানাটানি অব্যাহত

টোলগেকে নিয়ে টানাটানি অব্যাহতটোলগেকে নিয়ে নাটক চলছেই। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল পাকা কথা আদায় করতে পারেনি এই অসি স্ট্রাইকারের কাছ থেকে। ইস্টবেঙ্গল কর্তারা টোলগেকে দুদিন সময় দিলেও তাঁকে বোঝানোর কাজ চালিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে।

কলকাতায় টোলগের অন্যতম প্রিয় বন্ধু ইস্টবেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অ্যালভিটো ডিকুনহার মাধ্যমে এখনঅসি স্ট্রাইকারকে বোঝানোর কাজ চালাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। টোলগে দেড় কোটি টাকা চেয়েছেন লাল হলুদ কর্তাদের কাছ থেকে। ইস্টবেঙ্গল কর্তারা এক কোটি ১৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ দিতে রাজি। মোহনবাগান আরও বেশি দর দিতে রাজি টোলগেকে। এই অবস্থায় টোলগে স্পষ্ট জানিয়েছেন, বেশি অর্থ যেখানে পাবেন, সেখানেই সই করবেন।





First Published: Thursday, March 29, 2012, 19:51


comments powered by Disqus