Last Updated: February 20, 2012 22:00

পার্ক স্ট্রিট কাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কাদেরের বাগদত্তা টলিউডের অভিনেত্রী নূসরাত জাহান। এই ঘটনায় অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জনকেই গ্রেফতার করেছে পুলিস। মূল অভিযুক্ত কাদের এখনও ফেরার। তার এক ভাই নাসের এই ৩ ধৃতদের মধ্যে একজন।
২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে নূসরাত জানান ঘটনার সময় তিনি কলকাতার বাইরে ছিলেন। ধর্ষণকাণ্ডে কাদের অভিযুক্ত একথা শুনে স্তম্ভিত হয়েছিলেন বলে জানান তিনি। ৫ ফেব্রুয়ারির পর কাদেরের সঙ্গে একবার টেলিফোনে কথা হয় তাঁর। সেই কথোপকথনে কোনও অস্বাভাবিকতা খুঁজে পাননি তিনি।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন নূসরত। এই ঘটনায় পুলিস, প্রশাসন এবং মিডিয়াকে সম্পূর্ণ সাহায্য করবেন বলে জানালেন ২৪ ঘণ্টাকে।
First Published: Tuesday, February 21, 2012, 00:15