Last Updated: January 12, 2013 18:45

যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষের অনুষ্ঠানজুড়ে দেখা গেল টলিউডের তারকাদের। সবচেয়ে বড় ভূমিকায় ছিলেন অভিনেতা দেব। বিবেকানন্দের বেশে দেখা যায় তাঁকে। দেব ছাড়াও টলিউডের আরও বহু অভিনেতা-অভিনেত্রী গোটা স্টেডিয়ামটি ঘোরেন।
হিরণ, রাজ চক্রবর্তী থেকে শুরু করে শ্রাবন্তী, শুভশ্রী, রাইমা সহ টলিউডের প্রথম সারির বহু মুখকেই এদিনের অনুষ্ঠানে দেখা যায়।
নাচগানের অনুষ্ঠানও ছিল চোখে পড়ার মতো। সরকারি সূত্রের খবর, শুধুমাত্র নাচের অনুষ্ঠানের জন্যই ১ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করা হয়েছে। আজকের গোটা অনুষ্ঠানটির জন্যই বড় টাকা খরচ করেছে সরকার।
দেখুন বিবেকানন্দের ভূমিকায় দেবকে
First Published: Saturday, January 12, 2013, 18:55