Tom Cruise in India, মিশন ইন্ডিয়ায় টম ক্রুজ

মিশন ইন্ডিয়ায় টম ক্রুজ

মিশন ইন্ডিয়ায় টম ক্রুজরূপোলি পর্দার ডেয়ার ডেভিল গুপ্তচর ইথান হান্ট এবার ভারতের মাটিতে। তবে গুপ্তচরের ভূমিকায় নয়, মিশন ইম্পসিবল ছবির চতুর্থ কিস্তি ঘোস্ট প্রটোকলের প্রচারসূত্রেই এদেশে আসা টম ক্রুজের। একাধিকবার অস্কারের জন্য মনোনীত এই হলিউডি হার্টথ্রবের আজকের ঠিকানা নয়াদিল্লির লীলা প্যালেস হোটেল। অ্যাকশনপ্যাকড এই ছবিতে ঊনপঞ্চাশ বছরের হলিউড নায়কের পাশাপাশি অভিনয় করেছেন স্লামডগ মিলেনিয়র খ্যাত অনিল কাপুরও। সকালে দিল্লির বিমানবন্দরে টম ক্রুজকে স্বাগত জানাতে হাজির ছিলেন অনিল কাপুর। সফরসুচী মেনে দুপুরে আগ্রায় তাজমহল দেখার পর টম ক্রুজ পাড়ি দেবেন মুম্বইয়ে। সেখানেই মিশন ইম্পসিবল-ঘোস্ট প্রটোকলের একটি বিশেষ স্ক্রিনিং-য়ে বলিউডি তারকাদের সঙ্গে যোগ দেবেন তিনিও।

First Published: Saturday, December 3, 2011, 14:41


comments powered by Disqus