Last Updated: December 17, 2013 19:33

মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আগামিকাল দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ধর্মঘট। শ্রমিক সংগঠনগুলির ডাকা একদিনের ধর্মঘটে ব্যাঙ্ক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউনিয়ন নেতারা জানিয়েছেন, ধর্মঘটের ফলে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও।
মজুরি পুনর্বিন্যাস নিয়ে মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠগুলি।
বুধবার এসবিআই মেইন ব্রাঞ্চয়ের সামনে বেলা ১২টায় প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। সাধারণ সভার আয়োজন করা হয়েছে। দেশ জুড়ে এই ধর্মঘটে ব্যাপক সাড়া পড়বে বলে আশা করছে সংগঠনগুলি।
First Published: Tuesday, December 17, 2013, 19:33