Last Updated: January 6, 2013 22:03

সম্পর্কের জটিলতা নিয়ে ছবি বানানোর পর এবার রহস্য ছবি বানানোর কাজে মন দিলেন পরিচালক অনিরূদ্ধ রায়চৌধুরী। ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অবলম্বনে তাঁর প্রথম বাংলা থ্রিলারের নাম আমসূত্র। তবে তাঁর আগে একটি হিন্দি ছবিরও পরিকল্পনা রয়েছে টনির(অনিরূদ্ধ)।
নতুন ছবির কথা প্রসঙ্গে টনি বলেন, "হ্যাঁ, আমি প্রায় একবছর আগে এই উপন্যাসটির রাইট কিনেছি। উপন্যাসটির বেশ কিছু অংশ আমার খুব ভাল লেগেছে। আমার মনে হয় উপন্যাসটা থেকে খুব ভাল চিত্রনাট্য লেখা যাবে। তবে প্রচুর কাজ বাকি পড়ে থাকায় আমি চিত্রনাট্য লেখার কাজ এখনও শুরু করিনি। কাস্টিং নিয়েও এখনও কিছু ভাবিনি। আমসূত্রর আগে একটা হিন্দি ছবি বানানোর ইচ্ছা রয়েছে"।
আমসূত্রর কথা প্রকাশ্যে আনার আগে টনি জানিয়েছিলেন ইতিমধ্যেই তিনটি ছবির চিত্রনাট্য লেখা হয়ে গেছে তাঁর। একটি বাংলা ও দুটি হিন্দি। যার মধ্যে দুটি থ্রিলার।
First Published: Sunday, January 6, 2013, 22:03