হক্কানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা

হক্কানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা

হক্কানির বিরুদ্ধে কড়া ব্যবস্থাপাক জঙ্গি সংগঠন হক্কানি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হক্কানি গোষ্ঠীকে বিদেশি জঙ্গি সংগঠন তালিকাভুক্ত করার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। বিপজ্জনক এই পাক জঙ্গি গোষ্ঠী মার্কিন কালো তালিকাভুক্ত হলে, তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করা সম্ভব হবে। আফগানিস্তানের পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। বিশেষত কাবুলে মার্কিন
দূতাবাসে জঙ্গি হামলার পর থেকে উদ্বেগ আরও বেড়েছে। দুঃসাহসী ওই হামলার জন্য পাকিস্তানের হক্কানি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হক্কানি গোষ্ঠী-আইএসআই যোগসাজশ নিয়ে ওয়াশিংটনের অভিযোগের জেরে বেশ চাপে ইসলামাবাদ। হক্কানি গোষ্ঠীর কয়েকজন নেতার নাম ইতিমধ্যে মার্কিন কালো তালিকায় উঠে গেছে। এবার হক্কানি গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করার বিষয় ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। তিনি বলেছেন,হক্কানি গোষ্ঠীকে বিদেশি জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা চলছে। হক্কানি গোষ্ঠীর নাম মার্কিন কালো তালিকায় উঠে গেলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে পারবে আমেরিকা। কোনও মার্কিন নাগরিক হক্কানি গোষ্ঠীকে সাহায্য করতে পারবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রে হক্কানিদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তহবিল থাকলে তা ফ্রিজ করা হবে।

First Published: Thursday, September 29, 2011, 19:30


comments powered by Disqus