Last Updated: December 21, 2011 23:59

ভারত ও অস্ট্রেলিয়ার চেয়ারম্যান একাদশের প্রস্তুতি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। তৃতীয় দিনে ভারত ২ উইকেটে ৯০ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। এর ফলে চেয়ারম্যান একাদশের সামনে ৩০ ওভারে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৬ রান। অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশ বিনা উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয়। ফিল হিউজস ৪২ ও উসমান খোয়াজা ৫৬ রানে অপরাজিত থাকেন। দুই দল খেলা শুরুর সময়ই ঠিক করে নিয়েছিল ৩০ ওভার করে খেলবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী খেলা ড্র ঘোষণা করেন আম্পায়াররা। এদিন ভারতের হয়ে ৫ ওভার করে বল করেন জাহির খান ও ইশান্ত শর্মা। যদিও দুই বোলার সামনের পায়ের ব্যবহার খুবই কম করেন। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানানো হয়েছে চোট এড়াতেই এই সিদ্ধান্ত নেন দুই বোলার।
First Published: Wednesday, December 21, 2011, 23:59