খনি মাফিয়ার ট্রাক্টর পিষে দিল আইপিএস অফিসারকে

খনি মাফিয়ার ট্রাক্টর পিষে দিল আইপিএস অফিসারকে

খনি মাফিয়ার ট্রাক্টর পিষে দিল আইপিএস অফিসারকেমধ্যপ্রদেশে প্রকাশ্য রাস্তায় এক আইপিএস অফিসারকে ট্রাক্টর চাপা দিয়ে পিষে মারল খনি মাফিয়া। মরেনা জেলার বানমোরের কাছে বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত আইপিএস অফিসারের নাম নরেন্দ্র কুমার সিং।

বানমোর এলাকায় টহল দিচ্ছিলেন ওই পুলিস অফিসার। পাথর বোঝাই একটি ট্রাক্টর দেখে অবৈধ খনি থেকে পাথর নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহ হয় তাঁর। টহলরত ওই পুলিস অফিসার বারবার থামাতে বলেন ট্রাক্টরটি। কথা শোনেনি চালক। ট্রাক্টর থামাতে বেপরোয়া পুলিস অফিসার জীবনের তোয়াক্কা না করে সামনে থেকে ট্রাক্টরটি থামানোর চেষ্টা করেন। ট্রাক্টর থামায়নি চালক। পিষে দেয় আইপিএস অফিসারের জিপ। ঘটনার পরেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় নরেন্দ্র কুমার সিংকে। কিন্তু তখন তাঁর দেহে আর প্রাণ ছিল না। এই ঘটনায় ট্রাক্টর চালক মনোজ গুর্জরকে গ্রেফতার করেছে পুলিস।

২০০৯ ব্যাচের অফিসার নরেন্দ্রকুমার সিং। বয়স ৩০ বছর। মাত্র মাস দেড়েক বানমোড়ে এসডিপিও নিযুক্ত হয়েছিলেন তিনি। এই স্বল্প সময়ের মধ্যেই এলাকায় অবৈধ খননে যুক্ত একাধিক ট্রাক এবং ট্রাক্টর বাজেয়াপ্ত করেছিলেন। আর সেই বিষয়টিই সম্ভবত রাতের ঘুম কেড়েছিল খনি মাফিয়াদের।

বছরখানেক আগে মহারাষ্ট্রের মালেগাঁওতে প্রতিবাদ করে তেল মাফিয়াদের ধরতে গিয়ে তাদের হাতে জীবন্ত দগ্ধ হতে হয়েছিল আইএএস অফিসার যশবন্ত সোনওয়ানেকেও






First Published: Thursday, March 8, 2012, 21:36


comments powered by Disqus