Trade union leader Kali Ghosh passes away

প্রবীণ বামপন্থী শ্রমিক নেতা কালী ঘোষ প্রয়াত

প্রবীণ বামপন্থী শ্রমিক নেতা কালী ঘোষ প্রয়াত প্রয়াত হলেন প্রবীণ বামপন্থী শ্রমিক নেতা কালী ঘোষ। বয়স হয়েছিল তিরাশি বছর। আজ সকাল আটটা চল্লিশে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

কালী ঘোষের মরদেহ সিপিআইএমের রাজ্য দফতরে নিয়ে আসা হলে, শেষ শ্রদ্ধা জানান বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, শ্যামল চক্রবর্তীসহ সিপিআইএমের শীর্ষ নেতারা। এরপর কালী ঘোষের মরদেহ নিয়ে যাওয়া হয় সিটু রাজ্য দফতরে। দুহাজার তিন থেকে দুহাজার বারো এই নয়বছর সিটুর রাজ্য সম্পাদক ছিলেন কালী ঘোষ।

First Published: Saturday, December 28, 2013, 19:10


comments powered by Disqus