Last Updated: February 18, 2013 23:04

কেন্দ্রীয় সরকারের সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির আলোচনায় ২০ এবং ২১ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট নিয়ে কোনও সমাধান সূত্র মিলল না।
সোমবার রাতের এই বৈঠকে কেন্দ্রের তরফে হাজির ছিলেন তিনজন মন্ত্রী। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি, শ্রমমন্ত্রী মল্লিকর্জুন খারগে এবং কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। বৈঠকে উপস্থিত ছিলেন ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতারা।
জানা গিয়েছে, ধর্মঘটের দাবিদাওয়া মেনে নেওয়ার বিষয়ে কোনও প্রতিশ্রুতি দিতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রীরা। তাঁরা জানান, পুরো বিষয়টি কেন্দ্রীয় ক্যাবিনেটের বিচারাধীন। এই পরিস্থিতিতে ধর্মঘটের পথ থেকে সরে আসা সম্ভব নয় বলে জানিয়েছেন ট্রেড ইউনিয়ন নেতৃত্ব।
কাল ফের তাঁরা আলোচনায় বসবেন।
First Published: Monday, February 18, 2013, 23:14