Last Updated: December 1, 2011 09:17

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধিতায় আজ দেশজুড়ে প্রতীকি ধর্মঘটের ডাক দিলেন ব্যবসায়ী সংগঠনগুলি। সারা দেশের পাশাপাশি এরাজ্যেও ব্যবসায়ী সংগঠনগুলিও ধর্মঘটে সামিল হচ্ছে। এর জেরে পাইকারি বাজার থেকে শুরু করে খুচরো বাজার সব আজ বন্ধ থাকার সম্ভাবনা। অধিকাংশ রাজনৈতিক দলই এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। খুচরো ব্যবসায় একান্ন শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জেরে উত্তপ্ত জাতীয় রাজনীতি। লগ্নি- নীতির প্রতিবাদে সোচ্চার দেশের ব্যবসায়ী সংগঠনগুলিও। প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে একদিনের প্রতীকি ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলি। এই ধর্মঘটে সামিল রাজ্যের ব্যবসায়ী সংগঠনগুলিও। ধর্মঘটের আওতায় রয়েছে পাইকারী বাজার, মুদির দোকান, পোশাকের দোকান, সোনার দোকান, ফুলের বাজার, হোটেল ও রেস্তোরা এবং ক্ষুদ্র পাইকারী ব্যবসা। জরুরি পরিষেবা হওয়ার ফলে দুধ সরবরাহ ও পেট্রোল পাম্পকে ধর্মঘটের বাইরে রাখা হয়েছে। তবে একদিনের ধর্মঘটের জেরে জনজীবনে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা। দেশজোড়া ক্ষোভের মুখে এখনও লগ্নি নীতি প্রত্যাহারে রাজি নয় কেন্দ্রীয় সরকার। তবে ব্যবসায়ী সংগঠনগুলি জানিয়ে দিয়েছে, প্রতীকি ধর্মঘটে কাজ না হলে, বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা।
First Published: Thursday, December 1, 2011, 09:25