Last Updated: October 1, 2011 21:38

জমি জটে থমকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ।
আর তার জেরেই যানজটে নাকাল হচ্ছেন বহরমপুর থেকে রেজিনগর পর্যন্ত এলাকার মানুষ।
প্রতিদিন তীব্র যানজটে আটকে থাকছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের প্রায়
একশো পঁয়ত্রিশ কিলোমিটার অংশ।
হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, জাতীয় সড়কের ভাঙাচোড়া অংশটিকে
আর সারাই করতে উদ্য়োগ নেবে না তারা।
অথচ, বিকল্প রাস্তাটি তৈরির কাজ এখনও সিকিভাগও এগোয়নি।
First Published: Saturday, October 1, 2011, 21:38