Last Updated: August 29, 2012 20:40

এবার কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে নিগ্রহের অভিযোগ উঠল দুই তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে। হেলমেট না থাকায় এক বাইকআরোহীকে আটকানোর জেরেই এই হেনস্থা বলে অভিযোগ ট্র্যাফিক সার্জেন্ট অনুজ চাকলাদারের। অনুজবাবুর অভিযোগ, নিজেকে তৃণমূলের যুব নেতা বলে পরিচয় দিয়ে সদলবলে তাঁর ওপর চড়াও হন ওই বাইক আরোহী। ঘটনার জেরে অরুণ সিং ও টুলু মুখার্জি নামে দুজনের বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অনুজ চাকলাদার ।
তৃণমূলনেত্রীর আত্মীয়ের পর এবার ট্র্যাফিক পুলিস নিগ্রহের অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের যুবনেতা। ঘটনার সূত্রপাত বুধবার বেলা ১১টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেসময়ে জাজেস কোর্ট রোড এবং বর্ধমান রোডের সংযোগস্থলে ডিউটিতে ছিলেন অনুজ চাকলাদার নামে ওই ট্র্যাফিক সার্জেন্ট। টালিগঞ্জ ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট অনুজবাবু জানিয়েছেন হেলমেটবিহীন অবস্থায় এক বাইক আরোহীকে আটকান তিনি। জানা গেছে, ট্র্যাফিক আইনমাফিক বাইক আরোহীর জরিমানা করতে গেলে নিজেকে তৃণমূলের যুবনেতা বলে পরিচয় দেন ওই ব্যক্তি। ফোন করেন নিজের সঙ্গীসাথীদেরও ডেকে পাঠান অভিযুক্ত বাইক আরোহী। এরপরেই সদলবলে চড়াও হয়ে তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ অনুজবাবুর।
ঘটনার জেরে বুধবার দুপুরেই আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ট্র্যাফিক সার্জেন্ট অনুজ চাকলাদার। অভিযোগের ভিত্তিতে তাঁর শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। তবে ফের একবার ট্র্যাফিক সার্জেন্ট হেনস্থার বিতর্কে নাম জড়ানোয় বেশ খানিকটা অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। এর আগেও খিদিরপুর এলাকায় ট্র্যাফিক পুলিসকে চড় মারার অভিযোগে কাঠগড়ায় উঠেছিলেন খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো।
First Published: Wednesday, August 29, 2012, 20:52