বাস থেকে নামার সময়ই পায়ে শাড়ি জড়িয়ে পড়ে জখম মহিলা

বাস থেকে নামার সময় পায়ে শাড়ি জড়িয়ে পড়ে জখম মহিলা

বাস থেকে নামার সময় পায়ে শাড়ি জড়িয়ে পড়ে জখম মহিলা---------------------------------------------------------
বাস ধর্মঘটের দিনই লেকটাউনের ভিআইপি ক্রসিংয়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক মহিলা।

সল্টলেকের জলসম্পদ ভবনে যাওয়ার জন্য ২২১ নম্বর বাসে উঠে ছিলেন ওই মহিলা। ভিআইপি ক্রসিংয়ে বাস থেকে নামার সময়ই পায়ে শাড়ি জড়িয়ে পড়ে যান তিনি। এরপরই বাসের পিছনের চাকা ওই মহিলার পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ট্রাফিক গার্ডের পুলিস বাসটিকে আটক করলেও চালক ও কন্ডাক্টর পলাতক।

মহিলা সল্টলেকে কাজ করেন। ২২১ নম্বর বাস এসে ভিআইপি ক্রসিংয়ে নামতে যান। শাড়ি জড়িয়ে পড়ে যান। পিছনের চাকা পায়ের ওপর দিয়ে চলে যায়। ট্রাফিক গার্ডের পুলিস বাসটিকে আটক করেছে।

First Published: Monday, January 6, 2014, 16:38


comments powered by Disqus