কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন, বিহারে অন্য একটি দুর্ঘটনায় জখম ৪

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন, বিহারে অন্য একটি দুর্ঘটনায় জখম ৪

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন, বিহারে অন্য একটি দুর্ঘটনায় জখম ৪ আগুন লাগল শিয়ালদা গুয়াহাটিগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এসি কামরায় আগুন লাগে। বৃহস্পতিবার রাত ৯টা ৩০ নাগাদ জলপাইগুড়ির ধূপগুড়ি স্টেশন দিয়ে যাওয়ার সময়ে বি-ওয়ান কামরার রেফ্রিজারেটর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

আতঙ্কে দাঁড়িয়ে পড়ে ট্রেন। সব যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরে আলিপুরদুয়ার স্টেশন থেকে অন্য একটি কোচ লাগিয়ে ফের রওনা হয় ট্রেনটি।

অন্যদিকে বিহারের বাঝুইতে মালগাড়িতে আগুন ধরে যায়। গতকাল গভীর রাতে আগুন লাগে। ইঞ্জিন থেকে কোচ আলাদা করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হন ৪ রেলকর্মী। আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যহত হয়। পরে তা স্বাভাবিক হয়।

First Published: Friday, November 29, 2013, 14:10


comments powered by Disqus