Last Updated: July 11, 2014 14:18
সিগনাল পোস্টে ধাক্কা লাগে মৃত্যু হল এক ছাত্রের। টিটাগড় ও খড়দা স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। কি হয়েছে দেখতে গিয়ে, পরের সিগনাল পোস্টে ধাক্কা লাগে তার দুই বন্ধুর। তাদের বারাকপুরের বি এন বসু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এদিকে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক শান্তনু গুহ। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনিও হাসপাতালে ভর্তি।বারাকপুর থেকে শিয়াদাগামী লোকালে বাড়ি ফিরছিল তিন বন্ধু। টিটাগড় পেরিয়ে যাওয়ার পরই ঘটে যায় দুর্ঘটনা। খড়দার হোম সিগনাল খোলা কিনা দেখতে গিয়ে, পোস্টে ধাক্কা লাগে একজনের। সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নিচে পড়ে যায় সোদপুর পানশিলার বাসিন্দা সৌরভ ঘোস। কি হয়েছে দেখতে গিয়ে পরের সিগনাল পোস্টে ধাক্কা খায় তার দুই বন্ধুও। তিনজনকেই নিয়ে যাওয়া হয় বারাকপুরের বি এন বসু হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় সৌরভের। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃত ছাত্রের পরিবারের লোকজন।
ছাত্রের মৃত্যুতে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। কর্তব্যরত এক ডাক্তারকে বেধড়ক মারধর করে মৃত ছাত্রের বন্ধুরা। এমনই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিসবাহিনী। মোতায়েন করা হয় RAF। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
First Published: Friday, July 11, 2014, 14:18