ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই উড়তে শুরু করল বিলবোর্ড মডেলের চুল

ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই উড়তে শুরু করল বিলবোর্ড মডেলের চুল

ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই উড়তে শুরু করল বিলবোর্ড মডেলের চুলবিজ্ঞাপনের বোর্ডে ছিল সুন্দরী মডেলের ছবি। কিন্তু ট্রেন ঢুকতেই উড়তে শুরু করল মডেলের চুল। সারা মুখ ঢেকে। কাণ্ডটা ঘটল স্টকহোমের স্টেশনে। শেষে আবার মুচকি হেসে মাথার চুলও ঠিক করে নিলেন বিলবোর্ডের মডেল।

দেখে তো সবার গায়ের রোম খাড়া। চক্ষু চড়কগাছ। কিন্তু অবিশ্বাস্য কাণ্ডটার পিছনে আছে স্রেফ প্রযুক্তির খেল। স্টকহোমের সাবওয়ে বিলবোর্ডে লাগানো ভিডিও ক্লিপ। সঙ্গে জোড়া সেনসর। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই কম্পন ধরা পড়ে সেনসরে। সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় বিলবোর্ডে থাকা ভিডিও। ব্যাস তাতেই কেল্লা ফতে।

একটি হেয়ার কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনটি স্টকহোমের সাবওয়ের বিলবোর্ডে একদিন রাখার পরিকল্পনা ছিল। কিন্তু পাবলিকের উত্সাহে রাখতে হল পাঁচ দিন।

First Published: Friday, March 14, 2014, 20:19


comments powered by Disqus