চলন্ত ট্রেনে ডাকাতি

চলন্ত ট্রেনে ডাকাতি

Tag:  train robbery GRP RPF shealdah
চলন্ত ট্রেনে ডাকাতিফের চলন্ত ট্রেনে ডাকাতির ঘটনা ঘটল শিয়ালদা দক্ষিণ শাখায়। বৃহস্পতিবার রাতে নামখানা থেকে শিয়ালদাগামী শেষ লোকালে, জয়নগর মজিলপুর থেকে যাত্রী সেজে ওঠে একদল দুষ্কৃতী।

যাত্রীদের অভিযোগ, শুধু নগদ টাকা ছিনতাই নয়। তাঁদের ওপর চড়াও হয়ে দুষ্কৃতীরা মারধরও করে। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তারপরই দুষ্কৃতী দলটি বহড়ু স্টেশনে নেমে যায়। ট্রেনটি দক্ষিণ বারাসত স্টেশনে পৌঁছলে, যাত্রীরা জিআরপিতে অভিযোগ জানান। যদিও য়াত্রীদের দাবি, জিআরপি প্রথমে তাঁদের অভিযোগ নিতে চায়নি। এরপরই ক্ষুব্ধ যাত্রীরা দক্ষিণ বারাসত স্টেশনে রেল অবরোধ করেন।

বারুইপুর থেকে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি এবং আরপিএফ। পুলিসকে দেখে আরও উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। পরে স্টেশন মাস্টার এবং রেলকর্তাদের হস্তক্ষেপে, প্রায় ২ ঘণ্টা পরে অবরোধ উঠে যায়। রেল যাত্রীদের অধিকাংশই গঙ্গাসাগর থেকে ফিরছিলেন।






First Published: Saturday, January 21, 2012, 09:59


comments powered by Disqus