Last Updated: September 8, 2012 17:35

মালগাড়ির ধাক্কার মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সোদপুরে। শনিবার সকালে আট নম্বর রেল গেটের কাছে লাইন পার হওয়ার সময় স্থানীয় এক মহিলাকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা রেল গেটে অবরোধ শুরু করেন।
অবরোধের জেরে শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল সায়মিক বন্ধ হয়ে যায়। আধ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
First Published: Saturday, September 8, 2012, 17:35