Last Updated: September 30, 2011 10:58

কিসানগঞ্জের কাছে চলন্ত মালগাড়িতে আগুন লেগে যাওয়ার ২দিন পর উত্তরবঙ্গের ট্রেন চলাচল পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিউজলপাইগুড়ি-কাটিহার শাখায় ডাউন লাইন মেরামতির কাজ শেষ হয় শুক্রবার সকালে। ডাউন লাইন দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে মালগাড়ি। আপ লাইন দিয়েই আপ ও ডাউন দুদিকের ট্রেনই চলাচল করছে। বুধবার সকালে অগ্নিকাণ্ডের পর উত্তরবঙ্গে ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার সারাদিন আপ ও ডাউন লাইনের ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকায় চরম নাকাল হন যাত্রীরা। ট্রেনের মধ্যে খাবার ও পানীয় জল না পাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। তবে নূন্যতম পরিষেবা না পেয়ে আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও অনুসন্ধান থেকে কিছুই জানতে পারছেন না তাঁরা। দীর্ঘক্ষণ আটকে থাকার পর গতকাল গভীর রাতে মালদা স্টেশন থেকে ছাড়ে ব্রহ্মপুত্র মেল ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আজ ভোরে নিউজলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছে বুধবার শিয়ালদা থেকে ছেড়ে আসা দার্জিলিং মেল।এছাড়াও আজ ভোরেই নিউজলপাইগুড়ি পৌঁছেছে বুধবারের কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেসও।
First Published: Friday, September 30, 2011, 16:21