Last Updated: January 20, 2013 20:42

জয়পুরে সহ সভাপতি পদে আনুষ্ঠানিক অভিষেক রাহুল গান্ধীর। আর জয়পুরের চিন্তন শিবির থেকেই কংগ্রেস হাইকমান্ড স্পষ্ট করে দিল ২০১৪ ভোটে রাহুল গান্ধীর নেতৃত্বে আক্রমণের পথেই হাঁটতে চলেছে তারা। জয়পুরেই আনুষ্ঠানিক অভিষেক হল রাহুল গান্ধীর।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রস্তাবে রবিবারই সিলমোহর দিয়েছে এআইসিসি। সরকারিভাবে ঘোষণা না হলেও ২০১৪ লোকসভা ভোটে কংগ্রেস যে রাহুলের নেতৃত্বেই লড়বে তা স্পষ্ট। নেতৃত্বে রাহুল। লোকসভা ভোটকে পাখির চোখ করে আক্রমণাত্মক কংগ্রেস। সোনিয়া-মনমোহনরা জানেন, নেতৃত্বে রাহুলের অভিষেক দলের নেতা-কর্মীদের অক্সিজেন জোগাবে। সেই ভরসাতেই টানা তিন বার দিল্লির কুর্সি দখলের স্বপ্ন দেখছে নানা সঙ্কটে বেসামাল কংগ্রেস।
ট্র্যাক রেকর্ড বলছে, ভোটযুদ্ধে এখনও তেমন সাফল্য দেখাতে পারেনি রাহুলের নেতৃত্ব। তবু সেই রাহুলেই কংগ্রেসের আস্থা রাখার বড় কারণ যে গান্ধী পরিবারকে ঘিরে দেশের মানুষের সীমাহীন আবেগ। সেই আবেগকে উস্কে দিয়েই নরেন্দ্র মোদীকে মোকাবিলার ঘুঁটি সাজাতে শুরু করে দিল সোনিয়া গান্ধীর কংগ্রেস।
First Published: Sunday, January 20, 2013, 21:41