আপনার ট্রাভেলগ এবার ২৪ ঘণ্টা.কমে

আপনার ট্রাভেলগ এবার ২৪ ঘণ্টা.কমে

আপনার ট্রাভেলগ এবার ২৪ ঘণ্টা.কমে বাইরে ঘুরতে গিয়েছিলেন? বাড়ি ফিরে এখনও ব্যাগপ্যাকটাও খোলা হয়নি? ফেসবুকে সবকটা ছবি আপলোড করেও ঘোরার সবটা মুহুর্ত ব্যক্ত করতে পারছেন না। আপনার বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে। আপনার চোখে আমরা দেখব পাহাড়, সমুদ্র, কিংবা সাত সমুদ্র তেরো নদীর পারের জায়গাগুলিকে। বিদেশ-বিভূঁই ঘুরে বেড়ানোর কথা হোক, কিংবা গা ছম ছম করা জঙ্গল। ট্রাভেলগ পাঠান ২৪ ঘণ্টা.কমকে। আমাদের ওয়েবসাইটে স্থান দেওয়া হবে বাছাই করা ট্রেভেলগগুলিকে।

. ট্রাভেলগ লিখুন বাংলা ভাষায়
. ৫০০ শব্দের মধ্যে লেখা হওয়া চাই
. কীভাবে যাবেন, কোথায় থাকবেন, ও কী কী দেখবেন, সবকিছুর স্পষ্ট উল্লেখ থাকা চাই ট্রাভেলগটির মধ্যে
. সঙ্গে ছবি পাঠাতে যেন ভুলবেন না (একাধিক ছবি পাঠাতে পারেন)
. লেখা পাঠান web24@24ghanta.com-এই মেল ঠিকানায়




First Published: Monday, December 3, 2012, 19:39


comments powered by Disqus