Last Updated: July 26, 2013 11:10

জম্বুদ্বীপের কাছে তলিয়ে গেল ট্রলার। `শঙ্খধ্বনি` নামের ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারে ছিলেন ১৬ জন মৎস্যজীবী। চালক সহ ৫ মৎস্যজীবী নিখোঁজ। বাকিদের উদ্ধার করেছে অন্য ট্রলার। গতরাতে তলিয়ে যায় ট্রলারটি।
(এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী)
First Published: Friday, July 26, 2013, 11:18