Last Updated: September 26, 2012 09:38

ত্রিফলা আলো দুর্নীতি নিয়ে কলকাতা পুরসভার অস্বস্তি এবার আরও বাড়িয়ে দিল বিধাননগর পুরসভা। ঘটনাচক্রে ২ টি পুরসভাই তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত। কিন্তু ত্রিফলা কাণ্ডের প্রেক্ষিতে কলকাতা পুরসভা যদি ব্যাডবয় হয়, বিধাননগর পুরসভা তাহলে নিতান্তই গুডবয়। তার কারণ একটাই। কলকাতা পুরসভা এক একটা ত্রিফলা আলো বসাতে যে পরিমাণ টাকা ঢেলেছে, তার চেয়ে অনেক কম খরচে একটি ত্রিফলা আলো বসিয়েছে বিধাননগর পুরসভা।
বিধাননগর এলাকায় একটি ত্রিফলা বাতি লাগাতে খরচ পড়েছে ১৩ হাজার ৬৫৪ টাকা। এর মধ্যে বাতি লাগানো এবং তাতে বৈদ্যুতিক তার সংযোগ, দুইয়ের খরচই ধরা আছে। অন্যদিকে একই কাজ করতে ত্রিফলা আলো পিছু কলকাতা পুরসভা খরচ করেছে ছাব্বিশ থেকে ৩০ হাজার টাকা। অঙ্কটা প্রায় দ্বিগুণ। অথচ বিধাননগর পুরসভা এলাকায় যে ৭০০ টি ত্রিফলা আলো লাগানো হয়েছে, তার সবগুলিই নামী সংস্থার তৈরি। কিন্তু কলকাতা পুরসভা এলাকায় নিম্নমানের ত্রিফলা লাগানো হয়েছে।
First Published: Wednesday, September 26, 2012, 09:38