Last Updated: September 12, 2012 23:18

ত্রিফলা বাতি কেলেঙ্কারি নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠালেন পুরকমিশনার খলিল আহমেদ। এবিষয়ে এর আগেই বিস্তারিত রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। রিপোর্টে পুরকমিশনার মেনে নিয়েছেন কোনওরকম টেন্ডার ছাড়া স্পট কোটেশন করেই ট্রাইডেন্ট বাতিস্তম্ভের বরাত দেওয়া হয়েছিল।
পাশাপাশি পুরকমিশনার জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরেই এবিষয়ে জানতে পারেন তিনি। অনিয়ম নজরে আসায় তিনি আলোর বিলে সই করতে অস্বীকার করেন। তখনই তদন্তের নির্দেশও দেন বলে রিপোর্টে জানিয়েছেন পুরকমিশনার। তদন্তের প্রাথমিক পর্যায়ে আলো বিভাগের ডিজি গৌতম পট্টনায়েককে শোকজ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। কেন টেন্ডার ছাড়া বাতিস্তম্ভ তৈরির বরাত দেওয়া হয়েছিল তার কারণ দর্শাতে বলা হয়েছে ডিজিকে।
First Published: Wednesday, September 12, 2012, 23:18