Last Updated: February 8, 2013 22:25

গৌতম পট্টনায়েক ইস্যুতে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। তাঁর পেনশন আটকানোয় রাজ্যকে তিরস্কার করেছে হাইকোর্ট। দু সপ্তাহের মধ্যে বিষয়টির নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রিফলা আলো দুর্নীতিকাণ্ডে প্রাক্তন ডিজি আলো গৌতম পট্টনায়েকের পেনশন সহ অবসরকালীন সুযোগ-সুবিধা আটকে দেয় পুর কর্তৃপক্ষ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গৌতম পট্টনায়েক।
First Published: Friday, February 8, 2013, 22:25