Last Updated: July 7, 2014 19:55
কলকাতায় বিজেপি দফতরের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহার সাংবাদিক বৈঠক চলাকালীনই এই বিক্ষোভ হয়। ইস্যু ছিল হরিয়ানার বিজেপি নেতা ওপি ধানকরের বিতর্কিত মন্তব্য। গত শুক্রবার কৃষক মহাসম্মেলনে ভাষণ দিতে গিয়ে ধানকর বলেছিলেন, হরিয়ানায় বহু গ্রামে যে সমস্ত অবিবাহিত পুরুষ রয়েছেন তাঁদের জন্য বিহার থেকে স্ত্রী আনাই যায়। হরিয়ানায় স্ত্রী-পুরুষের সংখ্যায় বৈষম্য দূর করতেই নাকি এই উপায় বাতলেছিলেন ওই বিজেপি নেতা।
এনিয়ে বিতর্ক চরমে উঠেছে দেশজুড়ে। হরিয়ানার ওই বিজেপি নেতার বিরুদ্ধেই এদিন বিক্ষোভ দেখানোর মঞ্চ হিসেবে রাজ্য বিজেপি দফতরকে বেছে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। ওপি ধানকরের কুশপুতুলও পোড়ানো হয়। রাজনৈতিক মহলের মত, তাপসকাণ্ডে অস্বস্তিতে পড়া তৃণমূল ধানকর-ইস্যুতে বিজেপিকে বেকায়দায় ফেলতে চাইছে।
First Published: Monday, July 7, 2014, 19:55