Last Updated: August 30, 2013 11:08

টাকার লাগাতার পতন ও দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের অস্বস্তি বাড়াতে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ সংসদ চত্বরে ধর্নায় বসছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বেশিরভাগ নেতা-নেত্রীই থাকবেন ধর্নায়। গত কয়েক মাস ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল লোকসভায় জমি বিলের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। দিনের শেষে ভোটাভুটিতে তৃণমূল বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে বলেই খবর।
First Published: Friday, August 30, 2013, 11:08