পরীক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলল মাইক তাণ্ডব

পরীক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলল মাইক তাণ্ডব

পরীক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলল মাইক তাণ্ডব তিনদিন পরই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। লাগু হয়েছে শব্দবিধিও। কিন্তু, তাতে কী? রীতিমতো মাইক লাগিয়ে হয়ে গেল সরকারি অনুষ্ঠান। আগাগোড়া মঞ্চে হাজির রইলেন বিধানসভার অধ্যক্ষ ও পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। তারস্বরে বাজছে মাইক। মঞ্চে রাজ্যের মন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ।
 
উপলক্ষ্য বারুইপুরের শাসন থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত বাইপাস রাস্তার শুভ সূচনা। সূচনার পর  মাইকে বক্তব্য রাখলেন বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় ঘন্টা দেড়েক ধরে অনুষ্ঠানের প্রতি মুহুর্ত মাইকের মাধ্যমে পৌঁছে গেল এলাকার প্রতিটি বাড়িতে। চরম অসুবিধায় পড়লেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। ৭২ ঘন্টার পরই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, রয়েছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষাও। তবুও কেন মাইক বাজিয়ে সরকারি অনুষ্ঠান? উঠছে প্রশ্ন।
 
মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে, শব্দ বিধির লঙ্ঘনের অজুহাতে বামেদের একের পর এক জনসভা বাতিল করার নির্দেশ দিয়েছিল প্রশাসন। কিন্তু, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগে সরকারি অনুষ্ঠানেই বিধিভঙ্গ করে অবাধে চলল মাইকের তাণ্ডব।

First Published: Sunday, March 10, 2013, 22:09


comments powered by Disqus