Last Updated: September 3, 2013 21:11

মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিত্সক নিগ্রহে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্বাস্থ্য কর্মীরা। অজয় পাল নামে স্থানীয় এক তৃণমূল নেতার নামে বিএমওএইচের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা। গতকাল রাতে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তির ময়না তদন্তের নির্দেশ দেন চিকিত্সকরা। কিন্তু দেহ ছাড়িয়ে নিয়ে যেতে পরিবারের পক্ষে চাপ দেওয়া হয় চিকিত্সক তপন ভদ্রকে। তিনি রাজি না হওয়ায় মারধর করা হয় তাঁকে। চিকিত্সকের অভিযোগের ভিত্তিতে রোগীর পরিবারের দুজনকে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Tuesday, September 3, 2013, 21:11