Last Updated: December 10, 2012 16:53

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার শিবপুর ও বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকা। সোমবার সকালে হাওড়া জেলার শিবপুরে বাইক চুরি অভিযোগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা সংঘর্ষের চেহারা নেয়। শুরু হয় ব্যাপক বোমাবাজি। ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুপক্ষই। লুঠপাট চালানো হয় ওই এলাকার দোকানপাটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে শিবপুর ট্রামডিপোর মতো জনবহুল এলাকায় লুঠপাট চললেও পুলিস পৌঁছয় অনেক পর।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বর্ধমানের পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি এলাকাতেও। এদিন সকালে ওই কোলিয়ারিতে কাজ করতে যাচ্ছিলেন তৃণমূল কর্মী সঞ্জীব মণ্ডল। অভিযোগ সেই সময় দলের অন্য গোষ্ঠীর বেশকিছু সমর্থক তাঁকে তুলে নিয়ে যান। গাছে বেঁধে মারধরও করা হয় বলে অভিযোগ। শূন্যে গুলিও চালানো হয়। খবর পেয়ে পুলিস ও র্যাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
First Published: Monday, December 10, 2012, 16:53