শাস্তি নয়, তাপসকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন মুকুল রায়

শাস্তি নয়, তাপসকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন মুকুল রায়

শাস্তি নয়, তাপসকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন মুকুল রায়তৃণমূল সাংসদ তাপস পালের কুরুচিকর মন্তব্যে রাজনৈতিকমহল থেকে বুদ্ধিজীবি, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। এমনকী তাঁর স্ত্রী নন্দিনী পালও সম্পূর্ণভাবে তাঁর পাশে দাঁড়াননি। নিজের স্বামীর কদর্য মন্তব্যে দুঃখপ্রকাশ করেছেন তিনি। তাঁর দল সমর্থন করেনি তাদের দুবারে জেতা জনপ্রিয় সাংসদকে। এক নজরে দেখে নিন কারা কী বললেন।

মুকুল রায়-নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-- তাপস পালের বক্তব্য সমর্থন করে না দল। এই ধরণের মন্তব্যের জন্য তাঁর কৈফিয়ত তলব করা হয়েছ। তিনি বলেন দলের সাংসদের এই মন্তব্যে মর্মাহত মুখ্যমন্ত্রীও।

কবি শঙ্ঘ ঘোষ-- রাজনীতি আজ কোন বর্বরতায় পৌছচ্ছে, এসব তারই লজ্জাজনক নজির।

কংগ্রেস নেতা সোমেন মিত্র-- এসম্পর্কে প্রতিক্রিয়া জানানোর ভাষা তাঁর নেই ।

সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট--তাপস পালের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন। বিষয়টি নিয়ে ভাবা উচিত। এইধরণের মন্তব্যের জন্য রাজ্য সরকারের নীতিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা--তাপস পাল কাণ্ডে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন। তৃণমূল সাংসদ হওয়ার কারণে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

কংগ্রেস নেতা মানস ভুঁইঞা-- তাপস পালের মন্তব্য নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করলেন।



সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি-- তাপস পালের কদর্য মন্তব্যের কড়া সমালোচনা করলেন । জনপ্রতিনিধির এমন আচরণ স্বাধিকারভঙ্গের মধ্যে পড়ে কিনা, তা বিবেচনা করে সংসদে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বামেরা।

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের-- তাপস পাল যে ভাষায় কথা বলেছেন সিনেমাতেও তা সেন্সর করা হত। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় থানায় এফআইআর দায়ের করা হবে, পথে নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা।

First Published: Tuesday, July 1, 2014, 18:38


comments powered by Disqus