দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, নিজের নেতার বাড়িতে চড়াও তৃণমূল কর্মীরা

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, নিজের নেতার বাড়িতে চড়াও তৃণমূল কর্মীরা

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, নিজের নেতার বাড়িতে চড়াও তৃণমূল কর্মীরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তৃণমূল নেতার বাড়িতে হামলা চালাল তৃণমূলেরই কর্মী সমর্থকরা। দিন কয়েক আগে নদিয়ার হাসখালি থানার কলেজপাড়া এলাকায় বচসা বাধে তৃণমূলের দুই গোষ্টীর মধ্যে।

অভিযোগ, এরপরই জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মন্টু জোয়ারদারের বাড়িতে ফোন করে খুনের হুমকি দেন অপর গোষ্ঠী অসীম বিশ্বাসের লোকজন। ঘটনায় কথা থানা ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে জানান মন্টু জোয়ারদার।

অভিযোগ, এরপরই শুক্রবার রাতে দলবল নিয়ে মন্টু জোয়ারদারের বাড়িতে হামলা চালায় অসমী বিশ্বাসের লোকজন। মন্টু বাবুর স্ত্রী বাধা দিতে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন মন্টুবাবুর পরিবার।

First Published: Sunday, October 20, 2013, 16:12


comments powered by Disqus